Sunday, June 3, 2018

আসুন প্রত্যেকে আজই একটি করে বৃক্ষ রোপন করি


প্রতি বছর আমাদের নানা প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ গাছ কেটে বনাঞ্চল উজার করছি , যার ফলে বৈশ্বিক উঞ্চায়ন ও পরিবেশ বিপর্যয়ের মত ভয়াভয় প্রাকৃতিক সমস্যার সম্মুক্ষিন হচ্ছি আমরা। 

বাতাসে কার্বনের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু তুলনামূলক হারে বনাঞ্চল কমে যাবার কারণে  বায়ুমন্ডল থেকে কার্বন অপসারিত হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক কম। ক্ষতিগ্রস্থ হচ্ছে বায়ুমন্ডল, ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। তাই আসুন প্রত্যেকে  আজই একটি করে বৃক্ষ রোপন করি।  


No comments:

Post a Comment