Sunday, June 3, 2018

নিপাহ ভাইরাস একটি প্রাণঘাতী রোগ

নিপাহ ভাইরাস একটি প্রাণঘাতী রোগ। বাদুরের খাওয়া ফলমুল খেলে বা বাদুরেরর লালা অথবা প্রশাব দ্বারা সংক্রামিত খেজুরের রস খেলে এ ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। এপর্যন্ত বেশ কটি মহামারী সংঘটিত হয়েছে। ২০০১ থেকে ২০১০ পর্যন্ত মোট নয়টি মহামারি হয়েছে বাংলাদেশে। এসব মহামারীতে ১৫৩ জন আক্রান্ত ও তাদের মধ্যে ১১১ জন মানে ৭৩% মানুষ মারা গিয়েছিল ।

আমাদের নিপাহ ভাইরাস সংক্রমন প্রতিরোধে এখনই সচেতন হতে হবে। নিপাহ ভাইরাস প্রতিরোধে কোন টিকা নেই,  যেহেতু নিপাহ ভাইরাস সংক্রামিত বাদুরে খাওয়া ফল ও খেজুরের রস থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে তাই কাচা খেজুরের রস ও বাদুরে খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে।  খেজুরের রস ভালভাবে ফুটিয়ে নিলে নিপাহ ভাইরাস মরে যায় তাই খেজুরের রস ভালভাবে ফুটিয়ে খেতে হবে। আক্রান্ত রোগির সং¯পর্শে এলে সাবধান থাকতে হবে। ভালভাবে ঘন ঘন হাত ধুয়ে নিতে হবে।

আপনি নিপাহ ভাইরাস সংক্রমন বিষয়ে সচেতন হোন অপরকেও এ বিষয়ে সচেতন করুন। আমাদের সকলের সম্বিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিপাহ ভাইরাস সংক্রামণ প্রতিরোধ সম্ভব।

No comments:

Post a Comment